অভয়নগরে ঢাকা থেকে আগত শ্রমিকের করোনা শনাক্ত
নওয়াপাড়া অফিস-যশোররে অভয়নগরে এবার ঢাকা ফরেত এক ব্যক্তির শরীরে করোনা পজটিভি ধরা পড়েছে।এ নিয়ে উপজেলায় পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে| আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকিল্পনা র্কমর্কতা ডা. এস এম মাহামুদুর রহমান রিজভী বিষয়টি নিশ্চিত করনে। ওই পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলায় শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামে আক্রান্ত আনোয়ার হোসেনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
আক্রান্তরে পরিবার জানায়, ঈদ করার উদ্দেশ্য গত শুক্রবার ঢাকা থাকে বাড়ি পৗেঁছান আনোয়ার হোসেন।পর দিন অসুস্থ হয়ে পড়লে নিজেই খুলনা মেডিক্যালে যান। চিকিৎসকদের সন্দেহ হলে রোগীকে করোনা পরীক্ষা করাতে পরার্মশ দেন। মঙ্গলবার করোনা পজটিভি ধরা পড়ে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকিল্পনা র্কমর্কতা ডা. এস এম মাহামুদুর রহমান রিজভী বলেন, নতুন আক্রান্ত ব্যক্তির পরিবারের ১৩ জন সদস্যদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যালে পাঠনো হয়েছে।৪৫ বছর বয়সি নতুন আক্রান্ত ব্যক্তিসহ অভয়নগরে এ র্পযন্ত পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে।এর মধ্যে দুজন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন, বাকি তিনজন খুলনা মেডিক্যালে কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম জানান, উপজেলা নিবার্হী র্কমর্কতা মো. নাজমুল হুসইেন খাঁন স্যারের নিদেশনায় মঙ্গলবার বিকালে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে|