অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত
জাকির হোসেন হৃদয়
অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিসেধক কর্মসূচি ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষে গতকাল সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম খান,অধ্যাপক সমরেশ বৈরাগী, আব্দর রাজ্জাক, সাংবাদিক জাকির হোসেন হৃদয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক হিমাংশু সরকারের সঞ্চলনায় অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সঞ্জয় কুমার বিশ্বাস, সাবেক শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। মশিয়াহাটি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ডাঃ তুহিন শিভ্র চক্রবতীর আবৃষ্কিত ডেঙ্গু রোগ প্রতিসেধক ঔষধ বিদ্যালয়ের মাধ্যমিক ও প্রাথমিক শাখায় ৪৫০জন শিক্ষার্থীকে বিনামূল্যে এ ঔষধ বিতরণ করেন।