অভয়নগরে ট্রেনে কেটে এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার- নওয়াপাড়া রেল স্টেশনের পিলাট ফর্ম এর পাশে রোববার সকাল সাড়ে ১০টায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞত নারীর (৩৫) মৃত্যু হয়েছে। স্টোশন মাষ্টার মহাসিন রেজা জানান, সকাল সাড়ে দশটায় রকেট ট্রেন পিলাট ফর্ম ত্যাগ করেলে স্থানীয়রা ওই মহিলার লাশ রেল লাইনের ওপর পড়ে থাকতে দেখে। পরে রেল পুলিশ লাশটি উদ্ধার করে হেফাজতে নেয়। ধারণা করা হচ্ছে ওই মহিলা মস-তিষ্ক বিকৃত ছিলো। তবে এটা দুর্ঘটনা না আত্মহত্যা তা তিনি নিশ্চিত করতে পারেন নি।