অভয়নগরে ছাত্রদল নেতা স্বপনের ২২তম হত্যা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্ার-অভয়নগরে থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ ছাত্রদল নেতা সরোয়ার জাহিদ স্বপনের এর২২ তম মৃত্যু বাষি’কি পালন করেছে ছাত্রদলের নেতা কর্ীরা । এ উপলক্ষে থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ মরুহুমের কবর জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোল্যা হাবিবুর রহমান (হাবিব) , নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন মিঠু , যশোর জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ মাসুদ রানা তুহিন, ছাত্রদল নেতা নৃরে নাইম , আবু হানিফ, সাগর, সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা একরামুল ইসলাম প্রমুখ।
|
|
|