Type to search

অভয়নগরে গ্রেনেড হামলা দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

যশোর

অভয়নগরে গ্রেনেড হামলা দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

নওয়াপাড়া পৌর প্রতিনিধি-অভয়নগর উপজেলায় আ.লীগ ও তার অঙ্গ সংগঠন পৃথক ভাবে গ্রেনেড হামলা দিবস পালন করেছে। উপজেলা আ.লীগ ও পৌর আ.লীগের উদ্যোগে বুধবার বিকালে নওয়াপাড়া বাজারে উপজেলা আ.লীগ অফিস চত্বরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। । উপজেলা আ’লীগের আহবায়ক ফারাজি এনামুল হক বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম-আহবায়ক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শানা আব্দুল মান্নান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্যা আনোয়ার হোসেন,নওয়াপাড়া পৌর কৃষকলীগের সভাপতি মনির হাসান তাপস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রওশন কবির টুটুল, শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির সহ-সভাপতি সিবিএ নেতা নজরুল ইসলাম সরদার, যুব মহিলা লীগের সম্পাদক সুলতানা আরেফা মিতা সহ প্রমুখ।
অপর দিকে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় শ্রমিক লীগ, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি ও অভয়নগর উপজেলা এবং পৌর আ.লীগের আয়োজনে গ্রেনেড হামলা ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়। শ্রমিকলীগের রাজঘাট শিল্পাঞ্চল শাখার সভাপতি ফারাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য রণজিত কুমার রায়, এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের ১০ নং ওয়ার্ড সদস্য পীরজাদা শাহ মুরাদ হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলালীগের সভাপতি মিনারা পারভীন, শ্রমিকলীগ নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চাল শাখার সাধারণ সম্পাদক,প্রখ্যাত মটর শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা, পৌর আ.লীগ নেতা রবিউল ইসলাম লুলু, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম আহবায়ক অর্যুন সেন, প্রসেনজীৎ দাস সনজিৎ,ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লা, উপজেলা যুবলীগের আহবায় কমিটির সদস্য ও প্রেমবাগ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোল্যা সাইদ আলম বাচ্চু, সাবেক ছাত্রলীগ নেতা আহাদুর রহমান বাবুল প্রমুখ।