Type to search

অভয়নগরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

অভয়নগর

অভয়নগরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

নওয়াপাড়া অফিস
অভয়নগরে গলায় ফাঁস দিয়ে এক রবিবার দুপুরে ইসরাফিল সরদার রোহান (২৬) নামের এক কিশোর আতœহত্যা করেছে। সে ৪ নং ওয়ার্ডে নর্থ বেঙ্গল এলাকার মোঃ নুর আলম বাবুর বাড়ীর ভাড়াটিয়া। নিহত রোহান শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের ইয়ার আলী সরদারের পুত্র । অনেক দিন যাবত মোঃ নুর আলম বাবুর বাড়ীতে ভাড়া থাকতেন তারা পরিবার নিয়ে।
নিহতের বাবা ইয়ার আলী সরদার জানান, গত রবিবার ইসরাপিল সরদার রোহান ইজিবাইক কেনার বিষয় নিয়ে পারিবারের সাথে কলহের সৃষ্টি হয়। তার পরে আমি ও আমার স্ত্রী দুপুরে ওর ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উকি মারি, পরে দেখতে পাই ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।সাথে সাথে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ওড়না কেটে নিচে নামায় দেখি সে মারা গেছে। রোহানের স্ত্রী ও এক বছরের একটি কণ্যা সন্তাূন রয়েছে।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ জানান, নর্থ বেঙ্গল এলাকার ইয়ার আলী সরদার ছেলে ইসরাফিল সরদার রোহান (২৬) নামের এক কিশোর আতœহত্যা করেছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামালা প্রক্রিয়াধীন ।
শেখ আতিয়ার রহমান
৩০/৭/২৩