অভয়নগরে খাদ্যশস্য বিক্রেতার লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
স্টাফ রিপোর্টার : শিল্প বাণিজ্য বন্দর নগরী নওয়াপাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে খাদ্যশস্য বিক্রেতার লাইসেন্স না থাকার দায়ে ১১ দোকানে ৩১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
অর্থ দন্ডপ্রাপ্ত ওই সব দোকানের মধ্যে রয়েছে। লুৎফর বেকারী তিন হাজার, বিনিময় স্টোর তিন হাজার,শ্রীদূর্গা বাণিজ্য ভান্ডার চার হাজার,জগবন্ধু স্টোর তিন হাজার, রতন পালের দোকান দুই হাজার, বিল্লালের দোকান তিন হাজার, রমজান শিকদাকের দোকান তিন আজার, ভিম সেনের দোকার তিন হাজার, বাসুদেব পালের দোকান দুই হাজার টাকা, আল আমিনের চালের দোকান তিন হাজার ও সিরাজুলের দোকান দুই হাজার। উপজেলা সহকারি কমিশনার ভুমি কে এম রফিকুল ইসলাম জানান, খাদ্যে ভেজাল প্রতিরোধ করার জন্য আমরা মাঠে নেমেছি। আজ মঙ্গলবার ১১ টি খাদ্যশস্য বিক্রেতার (চালের দোকানে) অভিযান পরিচালনা করে খাদ্য শষ্য বিক্রয়ের জন্য লাইসেন্স না থাকায় জরিমানা করে তা আদায় করা হয়েছে।