Type to search

অভয়নগরে কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়’র জমি সংকটে নতুন ভবন বরাদ্দ হচ্ছে না

জাতীয়

অভয়নগরে কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়’র জমি সংকটে নতুন ভবন বরাদ্দ হচ্ছে না

ষ্টাফ রিপোর্ট-ার, নওয়াপাড়া পৌরসভার প্রাণ কেন্দ্র অবস্থিত কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে জনকোলাহল মুক্ত শান্ত পরিবেশে অবস্থিত বিদ্যালয়টি। বিদ্যালয়ের চার পাশে ধান ক্ষেত থাকায় কোমলমতি শিক্ষার্থীরা এখানে মুক্ত মনে পাঠে মনোনিবেশ করতে পারে। ১৯৮৮ সালে বিদ্যালয়টি স্থাপিত হয় নওয়াপাড়া স্টেশন বাজারের কয়লা ঘাটে। স্থানের নাম অনুসারে বিদ্যালটির নাম করণ করা হয় কয়লাঘাট রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় । নওয়াপাড়া বাজারের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হওয়ায় ২০০১ সালে বিদ্যালয়টি স্থানান্তর করে নওয়াপাড়া গ্রামের রানা ভাটা এলাকায় ২০ শতক জমির উপর স্থানান্তর করা হয়। রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ ঘোষনা হলে প্রথম ধাপে বিদ্যালয়টি জাতীয় করণ হয়। নতুন স্থাপনে বিদ্যালয়ে শিক্ষার্থীর পরিমান ছিলো সীমিত। সে সময়ে নানা বিধ করণে এলাকাবাসী বিদ্যালয়ে ছেলে মেয়ে ভর্তি করতো না। জাতীয় করণ হওয়ার পর শিক্ষক বদল হয়। লেখাপড়ার মান বাড়তে থাকে । যা দেখে এলাকাবাসী তাদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করছে। বর্তমানে বিদ্যালয়ে ১২০ জন শিক্ষার্থী রয়েছে।
প্রধান শিক্ষক শাহীনা পারভীন জানান, প্রতি বছর সমাপনী পরীক্ষায় বিদ্যালয় থেকে শতভাগ পাশ করে। প্রতিবছর এখান থেকে সমাপনী পরীক্ষায় দুই/ এক জন করে সাধারণ গ্রেডে বৃত্তি পায়। বিদ্যালয়ের মাঠ না থাকায় ছেলে মেয়েরা খেলতে পারে না। এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় সচ্ছল পরিবারের সন্তান এখানে ভর্তি করে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার সরদার জানান, কয়লাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়টি শহরের একটি মনোরম পরিবেশে অবস্থিত। অবকাঠামোগত উন্নয়ন ও খেলার মাঠ থাকলে সেখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বাড়বে। তিনি সব কিছু বিবেচনা করে বিদ্যালয়টির জন্য একটি আধুনিক ভবন নির্মাণের জন্য তালিকাভুক্ত করেছেন। এ জন্য তিনি এলাকাসীর কাছে প্রয়োজনীয় জমির দাবি করেছেন।