Type to search

অভয়নগরে কৃষকের জমি জবরদখল করে মৎস্য ঘের তৈরির অভিযোগ

অভয়নগর

অভয়নগরে কৃষকের জমি জবরদখল করে মৎস্য ঘের তৈরির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামে আটজন কৃষকের জমি জবরদখল কওে মৎস্য ঘের করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে কোন চুক্তিপত্র  না করেই  উপজেলার সুন্দলী গ্রামের বেদকন্ঠ বিশ^াসের ছেলে সোহাগ বিশ^াস গ্রামের কৃষক পল্লব বিশ^াস সহ আটজন কৃষকের ফসলি জমিতে মৎস্য ঘেরের বেড়িবাঁধ নির্মাণ কওে চলেছে। পল্লাব বিশ^াস জানান, আমাদের জমিতে আউশ, আমন ও বোরো ধান চাষাবাদ করে আসছিলাম কিন্তু সোহাগ বিশ^াস ঐ জমিতে আমাদের সাথে চুক্তিপত্র না করে জোর পূর্বক মৎস্য ঘের করতে থাকে । আমরা মৎস্যঘের করতে নিধেষ করলে আমাদের কথায় কর্ণপাত না করে সোহাগ বিশ^াস উল্টো আমাদের নানা প্রকার হুমকি-ধামকি প্রদান করছে। অভিযুক্ত সোহাগ বিশ^াস জানায় ঐ জমির মালিকদের সাথে ডিড না করে মৎস্যঘের করছিলাম। কিন্তু অভিযোগ হওয়ার পর এখন ঘের নির্মাণ কাজ বন্ধ রেখেছি।  থানার এস আই আতাউর রহমান জানান এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত কওে আইনুনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।