Type to search

অভয়নগরে করোনা মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অভয়নগর

অভয়নগরে করোনা মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার: করোনা শতর্কতা না মানায় যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই বাসচালক এবং তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। শুক্রবার দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সহকারি কমিশনার(ভূমি) কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, খুলনা জেলার ফুলতলা উপজেলার সুপার জুট মিলস লি: এর দুটি গাড়ি অতিরিক্ত শ্রমিক বাহন করে যাওয়ার সময় উপজেলার একতারপুর রেল লাইনের পাশ থেকে গাড়ি দুটির চালক সাইফুল ইসলাম (ঢাকা মেট্রো ব-১১-০৭৬৪) এবং মো; সোহেল গাজীর (ঢাকা মেট্রো ব-১১-১৯৯০) প্রত্যেকের কাছ থেকে বিশ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।এছাড়া লোক সমাগম করে পণ্য বিক্রি করার সময় নওয়াপাড়া কাঁচাবাজারের মদিনা কক হাউজকে এক হাজার টাকা,বিনিময় ষ্টোরকে চার হাজার টাকা এবং লুৎফর বেকারি এন্ড ষ্টোরকে চার হাজার টাকা জরিমানা করে তা আদায় করে
উপজেলা সহকারি কমিশনার কে এম রফিকুল ইসলামের বলেন, ‘করোনা নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারসহ বিভিন্ন গণমাধ্যম অবিরত প্রচার প্রচারণা চালিয়ে চলেছেন। কিন্তু উক্ত শতর্কতা না মানায় দুই বাস ড্রাইভার ও তিন ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছি।’