অভয়নগরে করোনা মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
এইচ এম জুয়েল রানা- অভয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম করোনা মেকাবেলার জন্য উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে প্রায় লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। জনা গেছে, নিষেধ্যাজ্ঞা অমান্য করে দোকান খুলে কেনাবেচা করার দায়ে সোমবার সকালে তিনি নওয়পাড়া বাজারের একতা স্টিল হাউসে ১০ হাজার,বিসমিল্লাহ টাইলসের দোকানে ১০ হাজার, মোল্যা গ্লাস হাউসে ১০ হাজার, শাহ আমিন ফুডসে ১০ হাজার,রাজঘাট টেইলার্স ১ হাজার, ১১টি মটর সাইকেলে ৭ হাজার। এবং তিনটি কার্গোর ১১জন শ্রমিক কার্গো থেকে মাটিতে নামায় ৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এ ছাড়া সন্ধ্যায় ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে বিশেষ প্রয়োজন ছাড়া বাজারে থাকায় একজন কে ১শ টাকা ও তিনিটি মুদি দোকান ও একটি কাঠ গোলায় তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এ সময়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেন থানার এস আই মনিরুজ্জান ও মহাসিন রেজা।