Type to search

অভয়নগরে করোনায়  মোট আক্রান্ত ১৫৫ আজ ২৬ জন

অভয়নগর

অভয়নগরে করোনায়  মোট আক্রান্ত ১৫৫ আজ ২৬ জন

 

 

 

 

 

স্টাফ রিপোটার: যশোরের অভয়নগর উপজেলায় করোনায় আক্রান্ত (কোভিড/১৯) আংশকা জনক  হারে বেড়ে গেছে। গত বৃহস্পতিবার ৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৩০ জনের রিপোট পজেটিভ এসছে। আক্রান্তর মধ্যে তিন জন অন্য উপজেলার আর একজন পুন;পরীক্ষার। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলিমুল রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন.১) মাহমুদা পারভিন, ২৩ বছর, নওয়াপাড়া। ২) জাহান আলী, ৭৫ বছর, অভয়নগর। ৩) আনোয়ার হোসেন, ৪৮ বছর, অভয়নগর। ৪) মিম, ১৬ বছর, গুয়োখোলা। ৫) কমল সাহা, ৫২ বছর, অভয়নগর। ৬) রাজু আহমেদ, ৩৮ বছর, নওয়াপাড়া। ৭) শহিদুল ইসলাম, ৫০ বছর, অভয়নগর। ৮) নাদিরা বেগম, ৫০ বছর, গুয়োখোলা। ৯) নাসিমা পারভিন, ৫৫ বছর, গুয়োখোলা। ১০) ফারুক আহমেদ, ৩২ বছর, নওয়াপাড়া বাজার। ১১) ফাতেমা খাতুন ২৬ বছর, গুয়োখোলা। ১২) হুমায়ুন কবির, ৪৫ বছর, গুয়োখোলা। ১৩) কৃষ্ণ পদ ভৌমিক, ৬২ বছর, গুয়োখোলা। ১৪) কাজী আব্দুল গফফার খান, ৮৫ বছর, অভয়নগর। ১৫) রোকনুজ্জামান খান, ৪৩ বছর, অভয়নগর। ১৬) আল মাসুদ, ৩৬ বছর, অভয়নগর। ১৭) সাহিদা, ৪০ বছর, অভয়নগর। ১৮) ফরিদা, ৫০ বছর, অভয়নগর। ১৯) শামসুর রহমান, ৬৫ বছর, গুয়োখোলা। ২০) আবুল কালাম, ৫০ বছর, অভয়নগর। ২১) রেহেনা, ৪৮ বছর, গুয়োখোলা। ২২) জামাল উদ্দিন, ৪৫ বছর, অভয়নগর। ২৩) আনোয়ারা বেগম, ৫০ বছর, অভয়নগর। ২৪) আবু তালেব মোল্লা, ৬০ বছর, অভয়নগর। ২৫) রিফা বেগম, ৪৫ বছর, গুয়োখোলা। ২৬) উকিল উদ্দিন সরকার, ৪৫ বছর, অভয়নগর। ২৭) নিপুণ চক্রবর্তী, ৩৮ বছর, দূর্গাপুর। ২৮)বি এম মিজানুর রহমান, ৬৭ বছর, গুয়োখোলা। আর উপসর্গ নিয়ে মৃত বিমল চক্রবর্তী, ৬৫ বছর, ধুলগ্রাম। পুন: পরীক্ষায় পজেটিভ এসছে আব্দুল গণি সরদারের।

অন্য উপজেলার লোকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো এমন তিন জনের রিপোট পজেটিভ এসেছে। তারা হলেন, মনিরামপুর ,খুলনা ও যশোর সদরের একজন করে। উপজেলায় মোট আক্রান্ত হলেন ১৫৫জন। এর মধ্যে চার জন মৃত্যূ বরণ করেছেন।