Type to search

অভয়নগরে করোনার শর্ত না মানায় ভ্রাম্যমাণ আদাতের অভিযানে জরিমানা আদায়

অভয়নগর

অভয়নগরে করোনার শর্ত না মানায় ভ্রাম্যমাণ আদাতের অভিযানে জরিমানা আদায়

মো: আমানুল্লাহ/ এইচ  এম জুয়েল রানা- অভয়নগরে করোনা ভাইরাস প্রতিরোধে জন্য নিষেধ্যাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভূমি, অভয়নগর ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করছেন। বুধবার সকালে সহকারি কমিশনার ভূমি কে এম রফিকুল ইসলাম অভিযান চালিয়ে আকিজ সিটির চারটি দোকানে ৫শ করে ২ হাজার টাকা এবং নওয়াপাড়া বাজারের বিপি স্টোরে ৩ হাজার, সঞ্জিত হোটেলে ৫ হাজার, চায়ের দোকানে ১ হাজার, দুইটি মটর সাইকেলে ১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। বিকালে নওয়াপাড়া রেল স্টেশন বাজার এলাকায় ফের অভিযান চালিয়ে মিতালি ট্রান্সপোর্টে ১ হাজার টাকা,স্থানীয় একটি কাঠগোলায় ১ হাজার টাকা,ইমা স্টোরে ১ হাজার, জুম্মান হোটেলে ১ হাজার, মিন্টু হোটেলে ১ হাজার, ডেনাইট হোটেলে ১ হাজার ও দুইটি মটর সাইকেলে ১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন নওয়াপাড়া নূরবাগ কাাঁচা বাজার ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করেন বলে জানা গেছে।