অভয়নগরে কমিউনিস্ট নেতা আব্দুল হাই’র স্মরণসভা অনুষ্ঠিত

আব্দুল হাই, ছাইল ছবি
স্টাফ রিপোর্টার: অভয়নগরে এলাকাবাসীর উদ্যোগে বিএনপি জোট সরকারের আমলে র্যাব হেফাজতে নিহত বিপ্লবী নেতা কমরেড আব্দুল হাইয়ের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা সোমবার দুপুরে উপজেলার বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, আব্দুল হাই রাজনৈতিক রোষানলে পড়ে র্যাবের ভুল সিদ্ধান্তে নিহত হয়েছেন। আব্দুল হাই ছিলেন জনগণের বন্ধু, কেউ সমস্যায় পড়লে ছুটে যেতেন তাকে সাহায্যের জন্য। বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মোহাম্মদ ইয়াহিয়া বলেন, বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল হাই। তার প্রচেষ্টায় আজ এলাকার মানুষ শিক্ষার আলো জ¦ালিয়ে চলেছে। তিনি একটি কলেজ করারও প্রচেষ্টায় ছিলেন। তিনি বেঁচে থাকলে হয়ত তার প্রচেষ্টা সফল হতো। এলাকার সমাজ সেবক জাহিদুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক তাপস বিশ^াস, সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, খুলনা জেলা নেতা গিয়াস উদ্দিন, যশোর জেলা নেতা আবু বক্কর মোল্যা, নড়াইল জেলার সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যশোর জেলা এন ডি এফ নেতা আশুতোষ বিশ^াস, অভয়নগর থানা আহবায়ক মনিরুল ইসলাম বাবু, মণিরামপুর থানা আহবায়ক পরিতোষ দেবনাথ, হোটেল শ্রমিক নেতা সিফাতুল্লাহ, বাঘুটিয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান প্রমুখ।