Type to search

অভয়নগরে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন

অভয়নগর

অভয়নগরে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহ উপলক্ষে অভয়নগরে র‌্যালি ও আলেচনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. আলীমুল রাজিব,ডা.রাকিব হোসেন, ডা, মাহফুরুর রহমান সবুজ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সায়েদা নাছরিন জাহান প্রমুখ। এর আগে এরটি র‌্যলি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বও প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় এন্টিবায়োটিক ্ওষুধের পূণাঙ্গ ব্যবহর না করলে তার ক্ষতিকর দিক তুলে ধরা হয়। ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, এন্টিবায়োটিকের পূর্ণাঙ্গ ডোজ সমাপ্ত না করলে আক্রান্ত ব্যাকটিয়ার জীবনি শক্তি বৃদ্ধি পায়। রোগী ওই রোগে পুনরায় আক্রান্ত হলে পূর্বে প্রয়োগকৃত ওষুধে আর কাজ করে না। এক সমীক্ষায় দেখা গেছে নবজাতক ভূমিষ্ট হওয়ার পর মায়ের দেহে অপূণাঙ্গ এন্টিবায়োটিক ব্যবহার করার ফলে বাচ্চার শরীর ও প্রতিবন্ধক হয়ে পড়েছে। বাচ্চার দেহে কোন এন্টিবায়োটিকে কাজ করছে না। এ সমস্য থেকে রেহাই পেতে সঠিক নিয়মে এন্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হবে। এ জন্য তিনি গ্রাম্য চিকিৎসকদের এন্টিবায়োটিক ওষুধ ব্যবহার না করার আহবান করেন। রেজিস্ট্রার বিহীন কোন চিকিৎসক এন্টিবায়োটিক ব্যবহার ও বিক্রি করা শাস্তি যোগ্য অপরাধ। তিনি এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানোর আহবান করেন।