অভয়নগরে এক কৃষকের চার লাখ টাকা দামের দুইটি গাভী চুরি
স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের কৃষক আব্দুর রশিদের গোয়াল থেকে বুধবার দিবাগত গভীর রাতে দুইটি জার্সি জাতের দুধের গাভী চুরি হয়েছে। বাড়ির মালিক আব্দুর রশিদ জানায়, তিনি সন্ধ্যারাতে গরুদের খাবার দিয়ে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখেন গোয়ালে গরু নেই। এ সময় বাড়ির লোক জন সবাই এদিক ওদিক খোঁজাখুজি করতে থাকে। পরে বাগান থেকে গাভী দুইটির দুধের দুইটি বাছুর মুখবাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তবে গাভী দুইটির কোন সন্ধান মেলেনি।
আব্দুর রশিদ বলেন, ‘আমি একজন দ্ররিদ্র কৃষক । অনেক কষ্ট করে দুইটি গাভী পালন করছিলাম। গাভী দ্ইুটির দাম দুই লাখ টাকা। বাজারে মাল জিনিসের যে দাম বেড়েছে তাতে সংসার চলেনা। গাভীর দুধ বিক্রি করে সংসার চলছিলো। গাভী দুইটি চুরি হওয়ায় আমি নি:স্ব হয়ে গেলাম।’
এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান বলেন, গরু চুরি সংক্রান্ত কোন অভিযোগ আমি পাইনি। তবে গরু চুরি বিষয়ে আমরা ইতোপূর্বে দুইজন চোরকে গ্রেফতার করেছি। গরু চুরির ঘটনায় আমরা তৎপরতা আছি।’