Type to search

অভয়নগরে ইউএনও’র হস্তক্ষেপে চালু হলো বাগদাহ বিল মৎস্য প্রকল্প

অভয়নগর

অভয়নগরে ইউএনও’র হস্তক্ষেপে চালু হলো বাগদাহ বিল মৎস্য প্রকল্প

নওয়াপাড়া অফিস: অভয়নগরে চলিশিয়ার বাগদাহ বিল কৃষি ও মৎস্য উন্নয়ন প্রকল্প দুই বছর বন্ধ থাকার পর উপজেলা নিবাহী অফিসার মো: নাজমুল হুসাইন খাঁনের হস্থক্ষেপে চালু হলো। আজ (৭/০৬/২০) সকালে আনুষ্ঠানিক ভাবে ওই প্রকল্পে   বিভিন্ন প্রজাতির ১২মন মাছ অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প কমিটির আহ্বায়ক,ওয়ার্ড আ’লীগের সভাপতি, নওশের আলী মোল্লা, সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আঃ রাজ্জাক সানা, সাধারণ সম্পাদক আঃ হামিদ বিশ্বাস, আ’লীগ নেতা মাষ্টার হাফিজুর রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, ফারুক শেখ, ইবারাত বিশ্বাস, যুবলীগ ও ছাত্র লীগের, সাব্বির শেখ, সাহেব শানা, সুমন ফকির, জাহিদ শানা, রাজীব শানা ও এলাকার কৃষকরা।

Top of Form

Bottom of Form