Type to search

অভয়নগরে ইউএনওর উদ্যোগে কয়লার ধোয়ায় পরিবেশ দূষণ রোধকল্পে

অভয়নগর

অভয়নগরে ইউএনওর উদ্যোগে কয়লার ধোয়ায় পরিবেশ দূষণ রোধকল্পে

মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার-
পরিবেশ দূষণ রোধকল্পে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খানের সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নওয়াপাড়ায় পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুকির মধ্যে রয়েছে। মানুষ স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারে না। যে কারণে শিশুরা শ্বাসকষ্ট জতি রোগে আক্রান্ত হচ্ছে। নওয়াপাড়ায় মহাসড়কের দুই পাশে খোলা আকাশের নিচে আবাসিক এলাকার মধ্যে কয়লা স্তুপ করে রাখার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারন সম্পাদক সরদার ওলিয়ার রহমান, নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, শ্রমজীবি সমন্ময় পরিষদের সভাপতি ইব্রাহীম হোসেন বিশ্বাস, অভয়নগর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবীন অধিকারী ব্যাচা, সাংবাদিক রিপন আহম্মেদ, মাসুদ হোসেন তাজ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *