Type to search

অভয়নগরে আ.লীগের উদ্যোগে ভবদহ জলাবদ্ধতা বিষয়ক সভা

অভয়নগর খুলনা জাতীয় যশোর

অভয়নগরে আ.লীগের উদ্যোগে ভবদহ জলাবদ্ধতা বিষয়ক সভা

বিশেষ প্রতিনিধি (যশোর)
অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির উদ্যোগে ভবদহ এলাকায় চলতি বর্ষা মৌসুমে করনিয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উক্ত কমিটি ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। সদস্য সচিব ও পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্যা, সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সদস্য ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সদস্য এড. কামরুজ্জামান, সদস্য ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সদস্য ও চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদির মোল্যা প্রমুখ।
সভায় মাঠ পর্যায়ে আন্দোলনের প্রস্তুতি, জনসচেতনা বৃদ্ধি, খালের মধ্যে বাঁধ অপসারণ করে খনন কাজ চলমান রাখা, ভবদহের ২১ ভেল্ট স্লুইচ গেটের সব কপাট খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ, টিআরএম বাস্তবায়ন, দ্রুত সময়ের মধ্যে সমস্যা ভিত্তিক সাংবাদিক সম্মেলন করা, প্রতিমন্ত্রী-যশোর জেলা প্রশাসক ও পান্নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদানসহ আগামী বৃহস্পতিবার সুন্দলী বাজারে সভা এবং দ্রুত সময়ের মধ্যে পায়রা ও চলিশিয়া ইউনিয়নসহ মশিয়াহাটী ও কপালিয়ার মতবিনিময় সভার আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।