Type to search

অভয়নগরে অপরাজেয় সেবা সংঘের আয়োজনে পশু টিকাদান কর্মসূচি পালন

অভয়নগর

অভয়নগরে অপরাজেয় সেবা সংঘের আয়োজনে পশু টিকাদান কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: মৌসূমি রোগের আক্রমন থেকে পশু সুস্থ্য রাখার লক্ষে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নং ধোপাদী ওয়ার্ডে স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয় সেবা সংঘের আয়োজনে ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পরিবেশনায় শুক্রবার(২৬/১১/২১) সকালে টিকা দান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন।

 

এ সময়ে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তি মকবুল হোসেন সরদার, আমির হোসেন মোল্যা, আব্দুর রাশেদ, অপরাজেয় সেবা সংঘের সভাপতি শিক্ষক ও সাংবাদিক কামরুল ইসলাম, সংঘের কর্মকর্তা আলমগীর হোসেন,  জাহিদ হোসেন লিটন (পশু চিকিৎসক ও সাংবাদিক) তবিবুর রহমান, আসাদুজ্জামান, হবিবুর রহমান, ওসমান গণি মোল্যা, নিজাম উদ্দিন প্রমুখ। এ সময়ে ১০০ গরু’র এনথ্রাক্স ও ১০০ ছাগলের গোট পক্স রোগের টিকা প্রদান করা হয়।