অভয়নগরের সুন্দলী বাজার কমিটির উদ্যোগে জাতীর জনকের শাহাদাত বার্ষিকী পালন
শামছুজ্জামান মন্টু-স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুন্দলী বাজার কমিটির আয়োজনে আলোচনা সভাও গণ ভোজের আয়োজন করা হয় । গতকাল ভৈরব আদর্শ ডিগ্রি কলেজের সহঅধ্যাপক তিমির বরণ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সুন্দলী বাজারক মিটির সভাপতি চিন্ময় রায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সদস্য ও প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন,বিশেষ অতিথি ছিলেন ২নং সুন্দলীই উনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, অভয়নগর উপজেলা যুবমহিলালীগ সভাপতি শামসুরনাহার নাসিমা,যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সুলতানা আবেদা মিতা, ১নং প্রেমবাগ ইউপিসদস্য ও সহসভাপতি উপজেলা মহিলা যুবলীগের সদস্য হালিমা পারভীন,পৌর যুবমহিলামলীগের,সাধারণ সম্পাদক জুবাইদা নাজনীন, উপজেলা আলীগ সদস্য চৈতন্য কুমার মন্ডল, সুন্দলী ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য প্রকাশ চন্দ্র ,সুন্দলী ইউনিয়ন আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ সরকার, ৩নংওয়ার্ড ইউপি সদস্য তুষার কান্তি বিশ্বাসা,সুন্দলী ইউপি সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক,সুন্দলী ইউনিয় নপরিষদ ১,২ ও ৩ নংওয়ার্ড মহিলা ইউপি সদস্য দিপুরানী বর্মন, ৪,৫ ও ৬ নংওয়ার্ড মহিলা ইউপি সদস্য মিনতী বিশ্বাস ও ৭, ৮ ও ৯ নংওয়ার্ড মহিলা ইউপিসদস্য মিনতী বিশ^াস। সুন্দলী বাজার কমিটির সহসভাপতি সুমন্ত সরকার, সাধারণ সম্পাদক উজ্জল বিশ^াস(বিকাশ), সহসাধারণ সম্পাদক অমরকান্তি বিশ^াস, কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ সরকারন। আলোচনা সভায় ১৯৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পারিবার এবংআত্মীয় স্বজনদের শাহাদত বরণ কারীদের আত্মারশান্তিকামনা ও গভীর শোকপ্রকাশকরেসকল বক্তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং আত্মীয় স্বজনদের হত্যাকারীদের শাস্তির দাবি জানান।