Type to search

অভয়নগরের মৃত গরু জবাই করে গোশত বিক্রি করার অভিযোগ

অভয়নগর

অভয়নগরের মৃত গরু জবাই করে গোশত বিক্রি করার অভিযোগ

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের বাসিন্দা ফরাদ মোল্যা, সাইফুল মোল্যা, আজাদ মোল্যা, বাবলু মোল্যা, খালিদ মোল্যা সর্ব পিতা মৃত রহমান মোল্যা, গত ১৭ জুন শুক্রবার মৃত গরু জবাই করে এলাকার মানুষের কাছে গোশত বিক্রি করেছে মর্মে এলাকায় খবর ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে অনুসন্ধানে গেলে জানা যায়, গত ১৭ জুন শুক্রবার হিদিয়া গ্রামের ফরাদ মোল্যা তার গরু নিয়ে নড়াইলের মাইজপাড়া গরু হাটে বিক্রি করার উদ্যেশ্যে ইঞ্জিন চালিত নসিমন গাড়িতে করে যাওয়ার পথে মির্জাপুর বাজার অতিক্রম করার সময় একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের দোকানদার আওয়াল, প্রসান্ত, পলাশ, সবুজ বিশ্বাস সহ একাধিক ব্যাক্তি জানান, গরুটির মাথা পাশের একটি বাড়ির গেটের সাথে বাড়ি লাগে এবং ১০০ গজ মত সামনে আসতে না আসতেই গরুটি গাড়ির মধ্যেই পড়ে যায়। আমরা সাথে সাথে কাছে গিয়ে দেখি মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তৎক্ষনাৎ গরুটি মারাও যায়। স্থানীয়রা জানায়, গরুওয়ালা জবাই করার চেষ্টা করলে আমরা বাধা দেই এবং বলি এখানে মরা গরু জবাই করলে পুলিশ ডেকে ধরিয়ে দিবো। এই কথা শুনে তারা গরু নিয়ে চলে যায়, পরবর্তী অনুসন্ধানে জানা যায়, গরু নিয়ে ফেরার পথে নড়াইল ও অভয়নগরের সীমান্তে অভয়নগরের বাশুয়াড়ী গ্রামের ইকতার বিশ্বাসের বাড়ির কাছে এসে ইকতারের কাছ থেকে তরকারি কাটা বটি নিয়ে তার বাড়ির সামনে জবাই করার চেষ্টা করলে সে বিষয়টি বুঝতে পেরে তাদের বাধা দেয়। ততক্ষণে গরুর গলায় ঝুলে থাকা চামড়া কাটা হয়ে যায়, ঐ অবস্থায় বাড়ি এনে বাকি কাজ শেষ করে সুস্থ্য গরু জবাই করেছে একথা বলে এলাকার মানুষের কাছে গোশত বিক্রি করে। ভুক্তভোগী গোশত ক্রেতা হিদিয়া গ্রামের ইনায়েত মোল্যা ও আজিম মোল্যা এ প্রতিনিধিকে জানান, তারা এর বিচার চায়, তারা ইতিমধ্যে থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। এ ব্যাপারে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের টু আইসি রিপন জানাব, অত্র বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে থানা থেকে আমাকে তদন্ত করতে বলা হয়েছে আমি তদন্ত করতেছি, তদন্ত এখনো চলমান। গোশত বিক্রেতা গরুর মালিক ফরহাদের সাথে মুঠোফোনে (01967866728) যোগাযোগ করলে তিনি এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই ফোনটা কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করলেও আর ফোন রিসিভ করেননি। থানায় অভিযোগের পাশাপাশি হিদিয়া গ্রামের জাকারিয়া মোল্যা নামে এক ভুক্তভোগী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত যশোরে ৪০৬/৪২০/৫০৬/১১৪ দ: বি: অনুযায়ী একটি অভিযোগ দাখিল করেছেন যার নং-সি আর ৪৬১/২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *