অভয়নগরের মহাকালে রাস্তা, শ্মশান ও গাছপালা ভেঙ্গে পড়েছে, দেখার কেউ নেই!
স্টাফ রিপোর্টার :
যশোরের অভয়নগরের চেঙ্গুটিয়া-মহাকালে ভবদহের পানি নিষ্কাশনের বিকল্প খালপাড়ের অধিকাংশ বাসিন্দার জমি, ভিটেবাড়ি, রাস্তা, শ্মশান ও গাছপালা ভাঙ্গনের কবলে পড়েছে। ২০০৬ সালে পানি উন্নয়ন বোর্ড আমডাঙ্গা থেকে ভৈরব নদ সংযোগ খালের ৪৮৫ মিটার পুনঃখনন সম্পন্ন করে। ২০০৮ সালে পাউবো ব্লক স্থাপন করে। চলতি মৌসুমে ভবদহের ভুক্তভোগীরা ব্লক অপসারণ করে পানিপ্রবাহ বৃদ্ধি করেন।
খোজ নিয়ে জানা যায়, বর্তমানে ভাঙ্গনের মাত্রায় সংযোজন হয়েছে বেশ কয়েকজনের ভিটেবাড়ি। তাদের মধ্যে নজরুল, প্রহ্লাদ, মহিদুল, সালাম, শফিক, হাবিব, শিমুল, জয়দেব, বাসুদেব, গোবিন্দ, তাজিদ, জ্যোৎস্না, রবিন, শেখর, নিতাই ও মনিরুলের বাড়ি অন্যতম।
এছাড়া, ১০ গ্রামের মানুষের শবদাহের একমাত্র শ্মশানও অনেকখানি ভেঙ্গে পড়েছে। জলস্রোতে ভেঙ্গে যাওয়া জমি-বাড়ির মালিক হতদরিদ্র কৃষকরা জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেও প্রতিকার পাননি। অবিলম্বে খালপাড়ের বাসিন্দাদের ভিটেবাড়ি ও শ্মশান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।