Type to search

অভিনেতা মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা

আইন কানুন জেলার সংবাদ

অভিনেতা মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা

রবিবার বিকেলে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নম্বর আমলি আদালতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান। এ ছাড়াও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে।

মামলার বাদী বলেন, ‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। গত ৯ জুলাই সকালে নাটকটি আমার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। নাটকের দুইটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা দায়ের করি। আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় আমরা তাদের বিচার চাই।

এদিকে, শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, কুমিল্লাকে নির্দেশ দিয়েছেন। সূত্র,ডিবিসি নিউজ