Type to search

অভয়নগরে স্বাস্থ্যকর্মীসহ আরোও চারজন করোনায় আক্রান্ত

অভয়নগর

অভয়নগরে স্বাস্থ্যকর্মীসহ আরোও চারজন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার-অভয়নগের নতুন করে আরো চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চার জন পুরুষ। তিন দিন আগে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবারে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তার মধ্যে রয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় সিদ্দিকুর রহমান, নওয়াপাড়া পৌর এলাকার মাসুদ রানা, জিল্লুর রহমান ও আমির হোসেন । এর আগে বারো জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুর রহমান রিজভি বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় এ পর্যন্ত ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এবং চার জন সুস্থ হওয়ার পথে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন