Type to search

অভয়নগরে বিশিষ্ট ব্যবসায়ী  গণি সরদার   করোনা আক্রান্ত

অভয়নগর

অভয়নগরে বিশিষ্ট ব্যবসায়ী  গণি সরদার   করোনা আক্রান্ত

স্টাফ রিপো-টার- দেশের বৃহত্তম সার,সিমেন্ট, কয়লা মোকাম নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি সরদার ও তার স্ত্রী সহ আরো ৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৭ জুন সন্দেহ ভাজনদের  নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনমি সেন্টারে পাঠানো হয়। আজ তাদের মধ্য থেকে নয় জনের  রিপোট পজেটিভ আসে। রিপোট পজেটিভ আসাদের মধ্যে রয়েছে করোনায় ও বাধ্যক জনিত রোগে মারা যাওয়া ব্যবসায়ি আমির হোসেন এর বাড়ির কেয়ার টেকারের পরিবার বাগদাহ গ্রামের ৫জন, দেয়াপাড়া ও সরখোলা গ্রামের দুই জন। আক্রান্তের মধ্যে রয়েছে একজন ৭ বছর বয়সী শিশু, তিনজন পুরুষ ও পাচ জন মহিলা।