অভযনগরে গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াইয়ে হাজারো মানুষের ঢল

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার পায়রা গ্রামে রোববার বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহি খেলা ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে ছুটে আসে সকল শ্রেণি পেশার মানুষ।
লড়াই প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ষাঁড় অংশ নেয়। পায়রা বাজার উন্নয়ন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। লড়াইয়ে প্রথম পুরস্কার ১৬ হাজার টাকা জিতেছেন ওই গ্রামের নজরুল ফকিরের বুনো ষাঁড়। দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা পেয়েছে ঘোড়াদাইড় গ্রামের জাহ্ঙ্গাীর হোসেনের ষাঁড়। ৩য় পুরস্কার ৫ হাজার টাকা। আয়োজক কমিটির প্রধান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটিকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। লড়াই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মেজাবাহ উদ্দিন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান প্রমুখ