Type to search

অবশেষে ৪ দিন পর নিভলো সীতাকুণ্ডের আগুন

আন্তর্জাতিক জাতীয়

অবশেষে ৪ দিন পর নিভলো সীতাকুণ্ডের আগুন

চট্রগ্রাম: অবশেষে ৪ দিন পর নিভেছে সীতাকুণ্ডের বিএম কনটেইনারের আগুন।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।

তিনি বলেন, কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে। আগুন নেই; তবে ধোঁয়া আছে কিছু জায়গায়। কনটেইনারের ভেতরে রপ্তানি পোশাকের পণ্য আছে। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া বের হওয়া স্থানগুলো থেকে পানি ছিটানো হচ্ছে।

উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।

আরিফুল ইসলাম বলেন, পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। আর কোনো মরদেহ পাইনি। কিন্তু আপনারা দেখেছেন একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এর নিচে আর কোথাও কিছু আছে কি না তা এখনই বলা সম্ভব নয়।

ডিপোতে প্রায় ৪ হাজার ৪০০ কনটেইনার ছিল। প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি তাতে ৪০০ কন্টেইনার ধ্বংস হয়েছে, বলেন হিমেল।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জন হয়েছে। মৃতদের মধ্যে ফায়ার সার্ভিসের নয় জনের লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।