Type to search

অবশেষে টাইগারদের ‘বিমান যাত্রা’

বিনোদন

অবশেষে টাইগারদের ‘বিমান যাত্রা’

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি শেষ হয়েছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে গতকাল ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচই হয়েছে ডমিনিকার উইন্ডসর পার্কে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যেতে হয়েছিল টাইগারদের।

ভীতিকর সেই সমুদ্রযাত্রার পর এবার তৃতীয় টি-টোয়েন্টি খেলতে বিমানে উঠল বাংলাদেশ দল।

টেস্ট সিরিজ শেষে ডমিনিকা যেতে টাইগারদের বিলাসবহুল ফেরিতে করে আটলান্টিক মহাসাগার পাড়ি দিতে হয়েছিল। সাগরের বিশাল ঢেউয়ে অনেক ক্রিকেটারের অবস্থাই করুণ হয়ে গিয়েছিল! দীর্ঘ পাঁচ ঘন্টা সমুদ্র পাড়ি দিতে গিয়ে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে পেসার শরীফুল ইসলাম, উইকেটকিপার নুরুল হাসান এবং ম্যানেজার নাফিস ইকবালের। বাদ যাননি অধিনায়ক মাহমুদউল্লাহও। একমাত্র সাকিব আল হাসানেরই কিছু হয়নি।

এবার তৃতীয় টি-টোয়েন্টি খেলার পালা। আগামী ৭ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই উপলক্ষে আজ পাহাড় ও সমুদ্রে ঘেরা ডমিনিকা থেকে গায়ানার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ দল। তবে অবশ্যই নৌপথে নয়; আকাশপথে। টাইগারদের বিমানে ওঠার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *