অদম্য কাজলের পাশে ছাত্রলীগ নেতা
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় অদম্য মেধাবী ও মেডিকেল কলেজে ভর্তি হয়েও অর্থের অভাবে সংসয়ে থাকা কাজল মন্ডলের পাশে দাড়িয়েছেন ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ। শনিাবার বেলা সাড়ে এগারোটায় ফিরোজের পক্ষে ছাত্রলীগ নেতা হাফিজ আল আসাদ, শিহাব উদ্দিন প্রমুখ পাঁচ হাজার টাকার একটি চেক কাজলের মা’য়ের কাছে হস্তান্তর করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য গোবিন্দ কুমার উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ বলেন, চৌগাছার একটি ছেলে মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেও অর্থাভাবে ভর্তি হতে পারবেনা এটা হতে পারে না। বিষয়টি জানতে পেরে আমি নিজের ক্ষুদ্র সামর্থে পরিবারটির পাশে দাড়িয়েছি। একইসাথে সমাজের বিত্তবানদের কাছে আহবান জানাচ্ছি এমন একটি মেধাবী ছেলের লেখাপড়ায় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য।