প্রেস বিজ্ঞাপ্তি
স্বামীকে তালাক দিয়ে স্ত্রী সুমাইয়া আশরাফুলকে বিয়ে করার কারণে সুমাইয়ার আগে স্বামী রিয়াজ হোসেন বাপ্পি আশরাফুল কে খুন করেছে এমনটাই দাবি করেছেন র্্যাব।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা গেছে রিয়াজ হোসেন বাপ্পীর সাথে ভিকটিম আশরাফুলের পূর্ব হতেই বিরোধ চলে আসছিল। অভিযুক্ত রিয়াজ হোসেন বাপ্পীর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কাh©কলাপের কারণে তার স্ত্রী সুমাইয়ার সাথে কয়েকমাস পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ভিকটিম আশরাফুলের সহিত সুমাইয়ার বিবাহ হলে অভিযুক্ত তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে ও আশরাফুলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল ইং ১২/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০০০ ঘটিকার দিকে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় ভিকটিম আশরাফুল’কে রিয়াজ হোসেন বাপ্পী সহ অন্যান্য আসামীরা মিলে কুপিয়ে মারাত্মক আহত করে। পরবর্তীতে তাকেযশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। উক্ত বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে অভিযুক্তরা নিজেদের আত্মগোপন করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, যশোর ক্যাম্প ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চারখাম্বার মোড় এলাকা থেকে ১৩/০৭/২০২৫ তারিখ সময় ১১.৩৫ ঘটিকায় সূত্রে উল্লেখিত মামলার এজাহারনামীয় ১নং আসামী রিয়াজ হোসেন বাপ্পী (২৮), পিতা-আব্দুল খালেক, মাতা- মনি বেগম, সাং- ষষ্ঠীতলা (মোস্তাক এর বাড়ীর সামনে), থানা-কোতয়ালী, জেলা-যশোর’কে এবং বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রাজীব হোসেন (১৯), পিতা- মোঃ আক্তার হোসেন, সাং- ষষ্ঠীতলা, ০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-যশোর’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ভোলা ট্যাংক রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। রিয়াজ হোসেন বাপ্পী (২৮) এর বিরুদ্ধে একটি অস্ত্র আইনে ও একটি মাদক আইনের মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.