স্টাফ রিপোর্টর - অভয়নগরে জমিজমা নিয়ে শত্রুতার জের ধরে রাতের আঁধারে পথ আটকিয়ে প্রতিপক্ষকে গৃহবন্দি করার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার রাজঘাট গ্রামের ইশরাত গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় আটকিয়ে রাখা বেড়া সরিয়ে তাদের উদ্ধার করা হয়। জানা গেছে, জমিজমা নিয়ে ইশরাত গাজীর সাথে প্রতিবেশী মহিউদ্দিন গাজীর দীর্ঘ দিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বের জের ধরে মহিউদ্দিন গাজী লোকজন নিয়ে শনিবার দিবাগত গভীর রাতে কৃষক ইশরাত গাজীর বাড়ির চার পাশে বেড়া দিয়ে ঘিরে রাখে। ইশরাত গাজী জানায়, ঘটনার রাতে তিনি পরিবার নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম ভাঙ্গলে দেখতে পান তার বাড়ির চার পাশে বেড়া দিয়ে আটকিয়ে রেখেছে। এ নিয়ে কথা বলতে গেলে মহিউদ্দিনের লোকজন তাকে মার ধর করে। পরে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে বেড়া খুলে দেওয়া হয়। খোজ নিয়ে জানা গেছে, পুলিশ স্থান ত্যাগ করলে প্রতিপক্ষ আবার বেড়া দিয়ে ঘিরে রেখেছে। স্থানীয় গাজীপুর ক্যাম্পের আইসি ওমর সালিন জানান, আমি সংবাদ পেয়ে বেড়া তুলে দিয়ে এসেছি। তাদের কে শান্ত থাকার জন্য বলেছি। শুনেছি পুলিশ চলে আসার পরে তারা আবার সেখানে বেড়া দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.