
এনসিপির কেন্দ্রীয় কমিটির নওয়াপাড়ায় পথসভার বিষয় সাংবাদিকদের সাথে অবহিত করন মিটিং
অভয়নগর প্রতিনিধি
জাতীয় নাগরিক পাটি (এনসিপি’র) কেন্দ্র কেন্দ্রীয় কমিটির খুলনায় সফর উল্লেখ নওয়াপাড়ায় পুরাতন বাসস্ট্যান্ডে পথসভায় আয়োজন করা হয়েছে। এলক্ষে সাংবাদিকদের নিয়ে এক অবহিত করন সভা বৃহস্পতিবার বিকালে অভয়নগর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা কমিটির প্রধান সন্বয় কারি শাহাজান কবির, যুগ্ম -ন্বয়কারি ইরফান কাদির ও এস এম মেজবাহ, পার্টির৷ উপজেলা কমিটির সদস্য সাব্বির হোসাইন, মানিক কুমার রায়, সাজিদুল ইসলাম, মহিদুলজ্জামান মুকুল, যশোর শিক্ষা সেল৷ সদস্য মো ফেরদৌস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি জাতীয় ও আঞ্চলিক সমস্যা নিয়ে কাজ করছেন।
যশোরের ভবদহ সমস্যা কে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে তা সমাধানের জন্য জরুরী সরকারি পদক্ষেপ নেওয়ার আহবান করেন।