
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
মাগুরা সদর থানা এলাকা হতে ১৯৮২ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৬
মাগুরা র্যাব-৬ জানান,নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের এর একটি আভিযানিক দল ২৩ জুলাই আনুমানিক ৩ টা ৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন পারনান্দুয়ালী গ্রামে একটি অভিযান চালিয়ে ১৯৮২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাকিল (২৫), পিতা- নুরুল আমিন, সাং- ১৯৬ দারিয়ারদিঘী রাবেতা, ইউপি- ৪৭০০ খুনিয়া পালং ০১নং ওয়ার্ড, থানা- রামু, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির নিকট হতে ১৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।