
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
মাগুরা জেলার যৌতুক মামলার প্রধান আসামীকে র্যাব-৬ ও র্যাব -৪ যৌথ অভিযান চালিয়ে মীরপুর থাপাধীন এলাকা থেকে শামীম হোসেনকে আঠক করে।ধৃত আসামি মাগুরা সদর থানাধীন শিবরামপূর গ্রামেরমিরাজ শেখের পুথ্র।
র্যাব -৬ সুত্র থেকে জানা যায়,৩০ জুন ২০২৫ তারিখ রাত ০২.১৫ ঘটিকায় র্যাব-৬, ও র্যাব -৪ এর যৌথ আভিযানিকদল ডিএমপি ঢাকা এর মিরপুর মডেল থানাধীন বড়বাগ এলাকা হতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ শামীম শেখ (৩২) কে গ্রেফতার করে।
মামলা সুত্রে জানা যায়,ভীকটিম ও আসামি পরস্পর স্বামী-স্ত্রী। বিবাহের পর হতে গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে প্রায় সময় যৌতুকের জন্য শারীরিক ও মানুষিক নির্যাতন করে ।২৫ জুন ২০২৫ তারিখ দুপুর অনুমান ২ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে যৌতুকের জন্য মারিপিট করে এবং তার হাতে থাকা লাঠি দ্বারা ভিকটিমের শরীরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে একই তারিখ প্রায় ৩ টার সময় মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে মাগুরা জেলার সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিককে জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।