
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের কপোতাক্ষ ব্রীজ সংলগ্ন স্থানে সমাবেশে মিলিত হয়ে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুর্তজা ইলাহী টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, সাবেক পৌর কমিশনার গোলাম কাদের বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা শহিদুল ইসলাম বুদো, আশফাকুজ্জামান খাঁন রনি, শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সিনিয়র যুগ্নআহবায়ক আরাফাত কল্লোল সহ উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকেরা অংশগ্রহণ করেন। এসময় বক্তরা বলেন, আমাদের যুব সমাজই আন্দোলনের মূল শক্তি। আমাদের নতুন প্রজন্মকে ৩৬ জুলাইয়ের ইতিহাস জানতে হবে, বুঝতে হবে কীভাবে রাজপথে লড়াই করে বিজয় অর্জিত হয়েছিল।