
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। এসময় তিনি তার বক্তব্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় ৫ আগস্টের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন এবং দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, জুলাই গণঅভ্যুত্থান শহিদ জাবেরের মাতা শিরিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মেসবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার ফাতেমা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অলিয়ার রহমান, উপজেলা আইসিটি অফিসার ওহিদুল ইসলাম, উপজেলা ব্যানবেইসের এ.পি জিএম ইসরাফীল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নয়ন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার আমির মাও. আব্দুল আলিম, সেক্রেটারী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আঁখি খাতুন, ফারহান ইয়াসমিন ঐশী, মিহি ইসলাম মিতা, কান্তা আক্তার, জুয়েল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. কামরুজ্জামান বিশ্বাস।