
বিশেষ প্রতিনিধি
যশোরে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা কেরেও পার পাইনি না চিহ্নিত সন্ত্রাসী রবি ওরফে পিচ্চি রবির। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটক রবি ওরফে পিচ্চি রবি যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া চোর মারা দিঘীর পাড় এলাকার আরো ওরফে দুলালের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান সাংবাদিকদের বলেছেন, পিচ্চি রবি যশোরের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মঙ্গলবার দুপুরে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রবি পালানোর চেষ্টা করে।
এসময় বিপরীত দিক থেকে র্যাব সদস্যদের একটি গাড়ি আসতে দেখে সে সড়কের উপর ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
ওসি জানান,এঘটনায় বিস্ফোরক আইনে নতুন করে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।