
ঢাকা কদমতলী থানাধীন বৌবাজার এলাকায় র্যাব -১০ অভিযান চালিয়ে অস্ত্র,গুলি, ও ম্যাগজিনসহ আটক-৩
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার ::গতকাল ০৮ জুলাই ২০২৫ রাত অনুমান ১০.০৫ ঘটিকায় র্যাব – ১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারস্থ একটি পরিত্যক্ত বাসায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র’সহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০ টা ৩৫ মিনিটের সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল পরিত্যক্ত বাসায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল (৩৬), পিতা- মৃত সবুর মিয়া, সাং- জুরাইন মিস্টির দোকান, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মোঃ রুবেল (৩৪), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- জুরাইন বৌ-বাজার, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ মোক্তার ভূইয়া (৪০), পিতা- খোকন ভ‚ইয়া, সাং- জুরাইন বৌ-বাজার, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’দেরকে গ্রেফতার করে।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অবৈধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য’সহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল (৩৬) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৯ টি মাদক মামলা এবং আসামী মোঃ রুবেল (৩৪) এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা রয়েছে।