চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় একটি কাঠের ফার্নিচারের দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা কাঠ, বিভিন্ন মেশিন ও প্রস্তুত ফার্নিচার পুড়ে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ রানা (৩৫) চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড় খানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাসুদ রানা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে দোকানে আগুন দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। থানায় অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আন্দাজ করে কার নামে অভিযোগ করবো? আমার তেমন কোনো শত্রুও নেই।
সাবেক ইউপি সদস্য লিটন হোসেন বলেন, প্রায় ১৮-১৯ বছর ধরে জমানো খোদাইয়ের মেশিন ও বিভিন্ন মূল্যবান কাঠ আগুনে পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চৌগাছা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শেখ আবু জাহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, রাত ৩টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ৩টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.