

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় মিনি কক্সবাজার প্রাকৃতিক দৃশ্য একটু দেখার জন্য শিশু থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের উপচে
পড়া ভিড়। টানা বৃষ্টি পাতে ১৫০০ থেকে
১৬০০ বিঘা মাঠান জমিতে পানি জমে তৈরি হয়েছে প্রাকৃতিক দৃশ্য। রবিবার (৩০ জুলাই) উপজেলার ফুলসারা ইউনিয়ন ফুলসারার মাঠে এই প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে। দীর্ঘদিন বৃষ্টিপাতার জলবদ্ধতা সৃষ্টি হয়েছে , মাঠের ভিতর পাকা রাস্তা পানিতে ডুবে মাঠের চাষযোগ্য মাঠান জমি তলিয়ে যায় অনুমান ১৬০০ বিঘা জমি জলাবদ্ধতার নিমজ্জিত মাঠগুলো পানি স্বচ্ছ এই কারণে সুন্দর দৃশ্যপট ধারণ করেছেন।এই পানি দৃশ্য উপভোগ করার জন্য যশোর জেলার লোকজন সহ ঝিনাইদহ, কুষ্টিয়া , সাতক্ষীরা নড়াইল, আশে পাশের জেলা সহ বিভিন্ন স্থানে থেকে ফুলারর গ্রামের এই মিনি কক্সবাজারের দৃশ্য দেখার জন্য শিশু থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পরিবারের লোকজন এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য
মানুষের ঢল নেমেছে। রাস্তার দুই ধারে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান বসেছে
ফুলসারা গ্রামের জহরুল ইসলাম (৩৮) তিনি বলেন দীর্ঘদিন বৃষ্টিপাতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাঠের পর মাঠ পানিতে থৈ থৈ করছে । আর এই পানি খুবই স্বচ্ছ আর এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিভিন্ন জেলা উপজেলা থেকে লোকজন ভিড় জমাচ্ছেন।
নার্সিং পড়ুয়ার ২য় বর্ষের ছাত্রী শেমলী খাতুন তিনি যশোরের চুরমনকাটি থেকে এসেছেন তিনি বলেন মিনি কক্সবাজার প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই ভালো লিখেছেন । এখানে আইন-শৃঙ্খলার কোন বাহিনী ও প্রশাসনের কোন ব্যক্তি না থাকলেও সবাই নিয়ম শৃঙ্খলা ভাবে সবাই ঘোরাফেরা করছেন । মিনি কক্সবাজার দৃশ্য অনুভব করছেন।

