অভয়নগর রাজাপুরে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ভ্রাম্যমান প্রতিনিধি: অভয়নগর,সুন্দলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১১.৩০ মিনিট থেকে শুরু হয় বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত চলতে থাকে এই কার্যক্রম।
কিশোরি ক্লাবের সদস্যা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য ভিড় জমায়। দুইশত জনের অধিক মানুষ রক্তের গ্রুপ জানতে অংশ গ্রহন করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শ্যামল রায়, বন্ধু কল্যান ফাউন্ডেশনের কৈশোর কর্মসুচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মুকুল হোসেন। বন্ধু কল্যাণ ফাউন্ডেশন এর সহযোগীতায়
রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ করেন অভয়নগর ব্লাড ডোনার গ্রুপের সক্রিয় সদস্য বৃন্দ।
এছাড়াও উপস্থিত থেকে সহযোগিতা করেন রাজাপুর কিশোরি ক্লাবের সদস্য শাপলা রায়,রিয়া রায়,সোমা মন্ডল,পুজা রায়,প্রপ্তি রায়, জ্যোতি মন্ডল,তিতু রায়,সেতু রায়,দোলন সরকার,টুকটুকি মন্ডল,পুজা বকসি,বর্ষা রায়,মোহনা রায় সহ অনেকেই।