Type to search

‘ভারতে ৬ কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে’

আন্তর্জাতিক

‘ভারতে ৬ কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে’

অনলাইন ডেস্কঃ  ভারতে করোনা শনাক্তের সরকারি হিসেবেরও ১০ গুণ বেশি মানুষ আক্রান্ত হয়ে থাকতে পারে। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।

ভারতের ২১টি রাজ্যের ২৯ হাজার মানুষের ওপর সেরোলজিক্যাল গবেষণা করে একথা জানিয়েছে সংস্থাটি।  বুধবার পর্যন্ত সরকারের হিসেব অনুযায়ী দেশটিতে ৬২ লাখের বেশি শনাক্ত হয়েছে। তবে এ সংখ্যা ৬ কোটির বেশি হতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। ভারতে একদিনে করোনায় প্রাণ গেছে ১ হাজার ১শ ৭৮ জনের।

যুক্তরাষ্ট্রে একদিনে ৯শ ৭৭ জনের মৃত্যু হয়েছে।  শনাক্ত ৪৪ হাজারের বেশি। দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। আর মোট শনাক্ত ৭৪ লাখ ছাড়িয়েছে।  দেশটিতে শিশুদের আক্রান্তের হার ৫ গুণ বেড়েছে। নিউইয়র্কে শনাক্ত আবারও বেড়ে যাওয়ায় মাস্ক না পরলে জরিমানার নিয়ম চালু করা হয়েছে।  ব্রাজিলে একদিনে ৮শ ৪৯ জনের প্রাণহানি হয়েছে।

Tags: