
নিজস্বপ্রতিনিধিঃ
তালা উপজেলার পাটকেলঘাটায় ঐতিহাসিক ৭মার্চ ও সারাদেশ জামাত বিএনপির নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে তালা উপজেলা আ”লীগের আয়োজনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। সুরুলিয়া ইউনিয়ন আ”লীগের সভাপতি
মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ”লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আলীগের সাংগনিক সম্পাদক মীর জাকির হোসেন, সহ- সভাপতি আব্দুর ছামাদ বিশ্বাস, রীর মুক্তিযোদ্ধার আব্দুর রশিদ মোড়ল,
জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বাজিৎ সাধু, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মীর মহাসিন আলী, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি,উপজেলা তথ্য গভেষনা বিষয়ক সম্পাদক ইজ্ঞিনিয়ার আবীর হোসেন রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন,জেলা কৃষকলীগের সদস্য শেখ শহিদুজ্জামান পাইলট, সাবেক ছাত্র নেতা মাহাবুব হোসেন মিন্টু, কুমিরা ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বিধান চন্দ্র দাশ, প্রমূথ। এসময়প্রধান অতিথি শেখ নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ভোটার বিহিন একটি রাজনৈতিকদলকে নৌকার মনোনায়ন দেওয়ার কারনে আমরা তালাবাসী ক্ষতিগ্রস্ত। রাশেদ খানের বোন সেলিনা রহমান বিএনপির সদস্য। তালা কলারোয়ার দূনীতিবাজ সংসদ সদস্য মোস্তাফা লুৎফুল্লার কারনে আ”লীগ নেতা দের ঘাড়ে চড়ে নদী পার হচ্ছে। এই পরগাছা যদি কেটে না ফেলা তাহলে মুল গাছ থাকবেনা বলে মন্তব্য করেন। সবশেষ তিনি জামাত বিএনপি যাতে মাথা চাড়া দিতে না পারে সে জন্য আ”লীগ ঐক্যবদব্ধ হওয়ার আহবান জানান। এছাড়া বক্তরা বলেন, বর্তমান সংসদ সদস্য মোস্তাফা লুৎফুল্লাহ ক্ষমতায় আসার পর কাঙ্কিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে তালা বাসী। সম্প্রতি রাশেদ খান মেনন সাতক্ষীরার জনসভায় এসে দ্রব্য মূল্যে দাম বৃদ্ধিতে প্রতিবাদ সভা ডেকে জোট ছেড়ে হাতুড়ি প্রতিকে নির্বাচনের ঘোষনা দেন। এছাড়া আ”লীগের কিছু দালাল চক্র সংসদের সাথে মিশে অর্থনৈতিক সুবিদা নিচ্ছে বলে অভিযোগ করেন । অচী রে সংসদ সদস্যে পিছু না ছাড়লে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্তা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তরা । সবশেষে বক্তরা জোট ছেড়ে আ”লীগের নেতাদের নৌকা প্রতিকের মনোনায়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি উদার্থ আহবান জানান।