Type to search

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জাতীয়

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ নাব্য সংকটে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

শিমুলিয়ায়-কাঁঠালবাড়ি নৌরুটে চালু থাকা একমাত্র চ্যানেলটিতেও সকালে নাব্যতা সংকট দেখা দেয়ায় বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকেও একটি ফেরি শিমুলিয়া ঘাটে আসার পথে নাব্যতা সংকটে পদ্মার চরে আটকে যায়। বেশকিছুক্ষণ আটকে থাকার পর শিমুলিয়া ঘাটে এসে পৌঁছায়। ফলে সকাল সাড়ে ৭টার পর থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টায় একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে গিয়ে আটকে যায়। নাব্য সংকটের কারণে আবার ঘাটে ফিরে আসে। ফেরি চলাচল ব্যহত হওয়ায় শিমুলিয়া ঘাটে কয়েক শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া গেল শনিবার থেকে তীব্র স্রোত ও পদ্মা সেতুর কাজের জন্য নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় নৌপরিবহণ মন্ত্রণালয়।

Tags: