
শ্যামল দত্ত, চৌগাছা যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ১৫০ জন পাট চাষীদের পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় থেকে বিকাল ৫টা পযর্ন্ত উপজেলার পরিষদ
মিলনায়তনে উন্নত প্রযুক্তি পাট ও পাট বীজ উৎপাদন
এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক প্রতাব মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জলা পাট উন্নয়ন কর্মকর্তা উজল কান্তি বড়াল, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা উপ- সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নিপা বিশ্বাস। এসময় প্রশিক্ষণ
দেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক প্রতাব মন্ডল,উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে ১৫০ জন কৃষক/ কৃষানীসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিগন উপস্থিত ছিলেন।