
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলা পরিষদের ১ম দু’বারের সাবেক চেয়ারম্যান, প্রবীন সাংবাদিক মরহুম আতিউর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। বৃহস্পতিবার (৩০ মে) এ উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু।
স্বনামধন্য প্রবীন সাংবাদিক মরহুম আতিউর রহমান দি ডেইলি স্টার ও দি ডেইলি অবজারভারসহ বিভিন্ন পত্রিকায় প্রায় চার দশক ধরে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। ঐতিহ্যবাহী মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়ে একাধিকবার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনে মানুষের কল্যানের পথে নিজেকে যুক্ত করেন। নির্মোহ এই মানুষটি এলাকার দৃষ্টান্তও বটে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুষটি গণমাধ্যম ও সাংবাদিকতার বিকাশে এক অনন্য প্রতীক। ইংরেজীতে বিশেষ দক্ষতা ও এলাকায় বিশেষ খ্যাতি থাকলেও খুবই সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি। সাধারণ মানুষের সাথে ছিল তাঁর নিবিড় সম্পর্ক।
১৯৩৬ সালের ২৩শে অক্টোবর চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৩ সালের ৩০শে মে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

