
নড়াইল প্রতিনিধি
নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যান সমিতির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যান সমিতির জেলা কার্যালয় এ সমিতির আজীবন সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, আজীবন সদস্যদের এককালীন অনুদান,সাধারন চিকিৎসা ও জটিল চিকিৎসা জন্য এ অনুদান প্রদান করা হয়।
মোট ৫৫ জনের মাঝে ৩ লক্ষ ৩৯ হাজার ৮ শত টাকার চেক বিতরণ করা হয়। পরে নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যান সমিতির মৃত সদস্যদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ চেক বিতরণ করেন।
নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যান সমিতির চেয়ারম্যান আদিত্য কুমার বিশ্বাস এর সভাপতিত্বে নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যান সমিতির কর্মকর্তা ও সদস্যসহ চেক প্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।