
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনার আজমপুরে একের পর এক চুরির ঘটনায় অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। প্রায় প্রতিরাতেই কোনো না কোনো স্থানে চুরির ঘটনা ঘটছে। মসজিদ, মাদরাসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান—কোনো কিছুই চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না।
সাম্প্রতিক সময়ে আজমপুরের দারুস সালাম নূরানী ক্যাডেট মাদরাসায় সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরি। চোরেরা গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৩২ হাজার টাকা, বৈদ্যুতিক মালামালসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। একই সময় পাশের বন্ধু ফার্নিচার নামের কাঠের আড়ত থেকেও একটি সাইকেলসহ অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটে।
এর আগে আজমপুর গোরস্থান জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুটের অভিযোগ ওঠে। পাশাপাশি একই এলাকার ফারুক হোসেনের বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে আলমারির তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করা হয়। একাধিক চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাগুলো সম্পর্কে আমি অবগত রয়েছি। সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্যভাবে ও ধারাবাহিকভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আজমপুরের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরচক্র শনাক্ত ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

