
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী অফিস পোড়ানোর মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামী,
২৬ শে জানুয়ারি সোমবার সন্ধ্যায় বিছালি ইউনিয়নের তিন দোকান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের দশ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার,
১২ নং বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোখলেছুর রহমান, যুব বিভাগের সভাপতি মোঃ হাসিবুল মোল্যা, ৮ নং কলোড়া ইউনিয়নের আমির হাফেজ আঃ হান্নান সহ জামায়াতে ইসলামী নড়াইল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বক্তারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করেছে হাতপাখা প্রতীকের প্রার্থী সমর্থনকারী ও মুফতি সাজেদুল ইসলাম। পরিকল্পিত ভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করেছে তাঁরা, জামায়াতে ইসলামী ইনসাফে বিশ্বাস করে, আমরা এই অফিস পোড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি দাবি করছি।।

